দু-একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি: কাদের
স্টাফ রিপোর্টার / লবগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
দু-এক দিনের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বিকালে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘আওয়ামী লীগ বর্তমান ক্ষমতাসীন দল। আর একটি বড় দলের সম্মেলন করা খুব সহজ ব্যাপার নয়। আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে আজকের সম্মেলনকে সফল করেছেন। মিডিয়ার ভাইয়েরাও এখানে দিন রাত পরিশ্রম করেছেন।’
‘আগামী এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটি করে পুনরায় সংবাদ সম্মেলন ও একটি গেট টুগেদারের আয়োজন করা হবে। এখন নতুন কমিটি হয়েছে। আমাদের সামনে অনেক কাজ। দলের জন্য নিজের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেক নেতা কর্মীকে।’
সংবাদ সম্মেলনে তাকে দ্বিতীয়বারে মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে। যিনি আমাকে দ্বিতীয়বার এই সাধারণ সম্পাদক নির্বাচন করছেন, সেই সঙ্গে বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার প্রতিও আমার কৃতজ্ঞতা।’
এছাড়া, সম্মেলনে অংশগ্রহণ করা সাড়ে সাত হাজার কাউন্সিলর, যারা অকুণ্ঠ সমর্থন দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিক।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জন্য অপরিহার্য, তিনি যেতে চাইলেও আমরা নেতা কর্মীরা তাকে যেতে দেবো না।’
পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।