ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ এপ্রিল
কোর্ট রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলায় এ অভিযোগ গঠন করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ দিন ধার্য করেন।
আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। মইনুল হোসেন আদালতে উপস্থিত না হওয়ায় তার পক্ষে আইনজীবী মহিউদ্দিন চোধুরী সময়ের আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে উপস্থিত থাকার ব্যাপারে ‘আপনি বলেছেন, নাগরিক হিসেবে আপনি উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’
মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’
এই ঘটনায় মাসুদা ভাট্টি বাদি হয়ে ২১ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।