বাংলাদেশ আইন সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন সম্পাদক কেশব রায় চৌধুরী
শাহ্ সাকিব / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির ৩৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী।
সকাল নয়টা থেকে আলোচনা সভার মধ্যদিয়ে আইন সমিতির বার্ষিক সম্মোলন ২০১৯ এর কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচার সৈয়দ মাহমুদ হোসেন।
সংগঠনের সভাপতি এ কে এম আফজাল উল মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আল মামুন প্রমুখ। পরে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে বিপুল ভোটে কেশব রায় চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
অন্যান্য পদে যারা নির্বাচিত সহ সভাপতি- মো. শফিউল আলম, নুর নাহার ওসমানী, মো. শাহ আলম সরকার, খান মোহাম্মদ শামিম আজিজ, সৈয়দ শবনম মুস্তারি, মো. জিশান মাহমুদ ও মোহাম্মদ বদিউজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- এইচ এম শফিকুল ইসলাম আশিক, মো. আরিফুজ্জামান ও নোমান হোসাইন তালুকদার। সাংগঠনিক সম্পাদক- শিহাব আহমেদ সিরাজী ও সহ সাংগঠনিক সম্পাদক- মো. শরিফুল হাসান শুভ।
অন্যান্য সম্পাদকীয় পদে আরও আছেন অর্থ সম্পাদক- মো. সাইফুল ইসলাম যুবায়ের, দপ্তর সম্পাদক- মো. মইনুল ইসলাম, সহ দপ্তর- নুরে এরশাদ সিদ্দিকি, সাহিত্য সম্পাদক- মমতাজ পারভিন মৌ, সহ সাহিত্য- আব্দুল হালিম, প্রচার সম্পাদক- ফুয়াদ হোসেন সাহাদাত, আইনগত সহায়তা সম্পাদক- শহিদুল ইসলাম শহীদ, সহ আইনগত সহায়তা- মো. আরাফাত আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- নিশাত ফারজানা, আপ্যায়ন সম্পাদক- মো. আলমগীর হোসাইন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- ব্যারিস্টার রিমি নাহরিন, পরিকল্পনা ও কর্মসূচি সম্পাদক- মো. সামিউল হক সামি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক- মো. শাহেদ খান ইয়াকুব, আন্তর্জাতিক সম্পাদক- ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ আন্তর্জাতিক- মো. আরমান হোসাইন; এছাড়া সদস্য রয়েছেন ২৬ জন।
পরে রাত ৮টার পর নির্বাচন কমিশন সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূর্ণ কমিটির সবাইকে শপথ পাঠ করান।