মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর।
বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও রুট হিসেবে ব্যবহার হয়, মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘মাদকবিরোধী প্রচার অভিযান চলবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করা হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের কয়েকটি ধারা সংশোধন করে যুগোপযোগী করা হবে। যুব সমাজকে মাদক থেকে রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *