চট্টগ্রাম ৮ আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
চট্টগ্রাম ৮ আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি
নিজেদের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম-৮ আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। ভোটের মাঠে বিএনপির সাবেক নেতা ও পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান না থাকলেও, তার অঘোষিত ভোট ব্যাংক বিএনপির নতুন প্রার্থীর ক্ষেত্রে প্রভাব ফেলার আশংকা করছেন অনেকেই।
চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও ও পাঁচলাইশ আর বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসন ৮। গেল ১০টি সংসদ নির্বাচনে ৫ বার বিএনপি, আওয়ামী লীগ তিন ও দু’বার জাতীয় পাটির প্রার্থী নির্বাচিত হন এ আসন থেকে। নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে ভোটে অংশ না নিলেও এই আসনে জাতীয় পার্টি ও বিএনপি থেকে দুই বার করে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক বিএনপি নেতা মোরশেদ খান। এবার এই আসনে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে প্রার্থী করার পর চলছে নানা আলোচনা।
চট্টগ্রাম নগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আর ইউ শাহীন জানান, ‘মোর্শেদ খান সাহেব এখানে যদি নমিনেশন পেতেন বা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেন তবে আমরা শতভাগ নিশ্চয়তা দিতাম যে তিনি নির্বাচনে জয় লাভ করবেন। এক্ষেত্রে সেটা হবে বলে আমার মনে হয় না।’
তবে বিএনপি প্রার্থী জানান, চট্টগ্রাম-৮ কারো ব্যক্তিগত আসন নয় । ধানের শীষ প্রতীকের প্রার্থী দেখেই সাধারণ মানুষ ভোট দেবে। চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি ও এবারের নির্বাচনে প্রার্থী আবু সুফিয়ান বলেন, ‘এটা কোন ব্যক্তির আসন না। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আসন। এখানে শহীদ জিয়ার মার্কা ধানের শীষ নিয়ে যিনি আসেন, তিনিই নির্বাচিত হন। আমাদের মধ্য কোন বিভেদ নেই’
দলের মধ্যে কোন বিভেদ নেই জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান সুষ্ঠু ভোট হলে তাদের প্রার্থীই জয়ী হবে। কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘বিএনপি এখানে ঐক্যবন্ধ, সুষ্ঠু নির্বাচন হলে এখানে ধানের শীষ প্রতীক নিয়ে সুফিয়ান বিপুল ভোটে জিতে যাবে।’
আগামী ১৩ই জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। এই আসনে ১৮৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা চার লাখ ৭৫ হাজার ৯৮৮ ।