টাকা বা সম্পদ উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয় : জি.এম. কাদের

লোপা রাকিব / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, টাকা বা সম্পদ উপার্জন রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নয়। দেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় জাতীয় পার্টি কর্মসূচি দিয়ে জনগণের আস্থা অর্জন করবে।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে কিশোরগঞ্জ, মাদারীপুর, ভৈরব ও সিলেট থেকে নেতা-কর্মীরা এসে জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানাতে এলে তিনি তাদের উদ্দেশে এস কথা বলেন।

এতে বক্তৃতা করেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও জাতীয় পার্টি নেতা আদেলুর রহমান এমপি।

জি. এম. কাদের তৃণমূল পর্যায়েও দেশের স্বার্থে কর্মসূচি দিতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও কর্মসূচি দিয়ে জনগণের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *