সাভারে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টি ইটভাটা ধ্বংস ও ৬০ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা শহরের চারপাশের অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তর সাভার উপজেলার ভাকুট্টা ও শ্যামলপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বুড়িগঙ্গা নদী দখল করে নির্মিত অবৈধ ৩টি ইটভাটা তাহমিনা ব্রিকস, এমবিএন ব্রিকস ও তাহা ব্রিকসকে ধ্বংস করার পাশাপাশি প্রতিটির মালিককে ২০ লক্ষ টাকা করে মোট ৬০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদ ইসলামের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুবুর রহমান খান ও শরিফুল ইসলাম এবং পরিদর্শক মাহামুদা খাতুন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মহামান্য হাইকোর্ট ঢাকা শহরের চারপাশের জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ায় এর পূর্বে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অবৈধ ২ শতটির অধিক ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *