ভারতে পাচারের সময় শার্শা সীমান্তে স্বর্ণের বার উদ্ধার
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৬২০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শার্শা সীমান্তের নাভারণ বাজার থেকে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পের সদস্যরা এ স্বর্ণের বার উদ্ধার করে।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শহিদ সময় নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের নাভারণ স্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালনো হয়।
এ সময় পাচারকারী একটি লাল স্কুলব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ থেকে দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা।