ওয়ারেন্ট ছাড়া কাউকে ধরা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ওয়ারেন্ট ছাড়া কাউকে ধরা হচ্ছে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে এখন নিরাপত্তা বাহিনী ন্যস্ত হয়েছে।
অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা বাহিনী তৈরি আছে। পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সবাই প্রস্তুত। যেখানে যা প্রয়োজন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তাই করা হবে। মন্ত্রণালয়ের সুপারিশগুলো নির্বাচন কমিশনকে দেয়া হচ্ছে। সে অনুযায়ী বাকি ব্যবস্থা নেয়া হবে। তিনি আশা করেন, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে।