আন্তর্জাতিক কাস্টমস দিবসে এনবিআরের বর্ণাঢ্য র্যালি
সাইদুর রনি / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
আন্তর্জাতিক কাস্টমস দিবসে এনবিআরের বর্ণাঢ্য র্যালি
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় র্যালিটির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
র্যালিতে নাটক সিনেমার অভিনেত্রীসহ রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজমনি সিনেমা হল, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন ও শিল্পকলা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ শেষে রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়। চট্টগ্রামেও নানা আয়োজনে পালন করা হয়েছে বিশ্ব শুল্ক দিবস।
সকালে কাস্টমস হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন কাস্টমস কর্তৃপক্ষ। এতে রং বেরংয়ের টি-শার্ট আর ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন হাজারো কর্মকর্তা-কর্মচারী।
বাদ্যের তালে তালে র্যালিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ।