শিল্প ও বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নামজারি সাত কর্মদিবসে

নাসরীন আক্তার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ (সাত) দিনে করা হবে – আজ সোমবার এ সম্পর্কিত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশি-বিদেশী বিভিন্ন বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে গত ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ পরিপত্র জারির ঘোষণা দিয়েছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের “সহজে ব্যবসা করার সুযোগ” (Ease of Doing Business)-এর সূচকে বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে গেলেও তা কাঙ্খিত পর্যায়ে পৌঁছেনি। বাংলাদেশের স্থানীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, তথা দ্রুত অর্থনৈতিক বিকাশের স্বার্থে “সহজে ব্যবসা করার সুযোগ”-এর সূচকে দেশকে আরও অনেক ধাপ এগিয়ে যেতে হবে।

এ পরিপ্রেক্ষিতে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি উদ্যোগী হয়ে বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানীমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির ক্ষেত্রে নামজারির আবেদন দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বিষয়ে ফোকাল পয়েন্ট নিয়োজিত থেকে সেবা দানের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন।

এছাড়া, প্রতিমাসে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক-কে এ ব্যাপারে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতিবেদন দেবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *