স্টিকারবিহীন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
আগামীকাল ১ ফেব্রুয়ারি, শনিবার ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১২টা থেকে নির্বাচন কমিশন (ইসি)’র সরবরাহ করা স্টিকারবিহীন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে রাজধানীতে ইসির স্টিকারবিহীন মোটরসাইকেল চলতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ মোটরসাইকেলের স্টিকার পরীক্ষা করছে।
ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন। কোনো মোটরসাইকেলে স্টিকার না থাকলে চাবি-কাগজপত্র সব নিয়ে নিচ্ছেন তারা।
আটক মোটরসাইকেলের চালকরা অবশ্য বলছেন, আজ মোটরসাইকেল চালানো যাবে না এ তথ্যটি তারা জানতেন না।
বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন, স্টিকারবিহীন মোটরসাইকেল পাওয়া গেলে তো যেনো না ছাড়া হয়। আর এ কারণে স্টিকারবিহীন সব মোটরসাইকেল আটক করা হচ্ছে। অনেক ক্ষেত্রে স্টিকার না থাকলে বাইকের চাবি-কাগজপত্র জব্দ করা হচ্ছে।


 
							 
							