সিটি নির্বাচন-২০২০ দুই সিটির ভোটগ্রহণ শেষ

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন শুরু হচ্ছে গণনা। দুই সিটির প্রায় আড়াই হাজার কেন্দ্রে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। বিরামহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। শুরুর দিকে ভোটাদের উপস্থিতি কম থাকলেও দুপুরের দিকে কেন্দ্রগুলোতে ভিড় দেখা যায়।

প্রথমবারের মতো ই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হয়। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। সকালের দিকে ভোটারের সংখ্যা বেশি থাকলেও দুপুরের দিকে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। কোনো কোনো কেন্দ্রে দীর্ঘ লাইনও দেখা গেছে।

নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, অস্ত্র উদ্ধারসহ মোট ২১টি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। ইসিতে জমা হওয়া অভিযোগগুলো বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

সিটি নির্বাচনের ভোট চলাকালে দুপুরে ধানমন্ডি কার্যালয়ে নির্বাচন পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চমৎকার পরিবেশে সুন্দর এবং সুষ্ঠুভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তবে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ইভিএমএ’র ওপর জনগণের আস্থা কম থাকায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *