সিসি ক্যামেরার আওতায় থাকছে প্রায় ৫ হাজার এসএসসি পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

এসএসসি পরীক্ষায় অংশ নেয়া প্রায় ৫ হাজার শিক্ষার্থী সিসি ক্যামেরার নজরদারিতে।
মেহেরপুরের গাংনীতে এই প্রথম সিসি ক্যামেরায় আওতায় পরীক্ষা দেবে ৪,৮২৪ পরীক্ষার্থী। সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২০ শুরু হতে যাচ্ছে। আগামীকাল সোমবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে।

এ উপজেলায় তিনটি উপকেন্দ্রসহ মোট ১৩টি কেন্দ্রে মোট ৪,৮২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অনেক জল্পনা-কল্পনা শেষে এই প্রথম সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা দেবে গাংনী উপজেলার পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রগুলো হলোঃ বামন্দি নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ৬৬৬ জন, বামন্দি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮২ জন, বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬২৮ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ে ৪০২ জন, জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়ে ৩১৫ জন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬০৪ জন, গাংনী পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪১৮ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ৫৮৭ জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় ২৪৫ জন এবং ভোকেশনালে ৪৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে বামন্দি নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল হাদী সিসি ক্যামেরা স্থাপন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানকে ধন্যবাদ জানান।

গাংনী উপজেলা নিবাহী কমকর্তা দিলারা রহমান জানান, ‘নকলমুক্ত এসএসসি পরীক্ষা ও পরীক্ষা কেন্দ্রগুলো স্বচ্ছ রাখার জন্যই এই উদোগ। আশা করি সকল শিক্ষক, অভিভাবকসহ সব মহলের মানুষ আমাদের সহযোগিতা করবেন।

তবে, পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *