চুক্তির পরও সীমান্ত হত্যা বেড়ে যাওয়া দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দু’দেশের সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করা যাবে না এমন চুক্তিও তাদের সঙ্গে আমাদের রয়েছে। বাংলাদেশ-ভারতের মধ্যে যে সম্পর্ক তার মধ্যেই সীমান্ত হত্যা বেড়ে যাওয়া দুঃখজনক। এটা আমাদের একটা উদ্বেগের বিষয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সীমান্ত হত্যা নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সীমান্তে কোনো নাগরিকের হত্যা কামনা করি না।

তিনি বলেন, সামান্য লোভের কারণে অনেকেই সীমান্ত অতিক্রম করেন। তাই কাউকে লোভের কারণে সীমান্ত অতিক্রম না করতে অনুরোধ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

আন্তর্জাতিক আইন অনুযায়ীও সীমান্ত হত্যা সম্পূর্ণ অবৈধ। যদি কেউ অবৈধভাবে সীমান্ত াতিক্রম করে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে, কোনোমতেই হত্যা করা যাবে না।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *