সংসদকে কার্যকর করতে সাংবাদিকদের ভূমিকা চায় ওয়ার্কার্স পার্টি

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সংসদের খবরগুলো গুরুত্বের সঙ্গে দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চায় ওয়ার্কার্স পার্টি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে মাগরিবের বিরতির সময় শপথ কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনরে (বিপিজেএ) নেতা ও সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক চক্রের আয়োজন করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সেখানে তিনি বলেন, আগে সংসদের একটি খবরে পুরো দেশে আন্দোলন হতো। সংসদে টুকিটাকি নামে অনেক খবর লেখা হতো। এখন সেগুলো দেখা যায় না। সংসদের খবরগুলো একটু গুরুত্বসহকারে দিলে দেশ ও দেশের মানুষ সংসদ সম্পর্কে জানতে পারবে।

এ সময় তিনি সংসদীয় কমিটিগুলোর খবর গুরুত্বসহকারে প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান।

তিনি বলেন, দেশের স্বার্থে দেশের রাজনীতির স্বার্থে আপনাদের এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত সংসদ সদস্য লুৎফুন নেছা খান ও বিপিজেএ সভাপতি সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তী।

ফজলে হাসান বাদশা বলেন, আমরা অনেক কিছুতেই বিরোধিতা করতে চাই। সম্প্রতি সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে, তা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত। আগামী চার বছর দেশের রাজনীতি ও দেশের জন্য একটি অশনিসংকেত। তাই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *