‘প্রজাবিলি সম্পত্তি’ শীঘ্রই প্রকৃত দাবিদারের নামে নামজারি করা হবে : ভূমিমন্ত্রী
সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘প্রজাবিলি সম্পত্তি’ শীঘ্রই প্রকৃত দাবিদারের নামে নামজারি করা হবে।
মন্ত্রী আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে ‘চলমান ভূমি জরিপ কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ভূমি মন্ত্রী বলেন, সিএস জরিপকালীন অবশিষ্ট জমিগুলো খাসজমি হিসেবে তালিকাভুক্ত করা হবে, ‘কোর্ট অভ্ ওয়ার্ডস’ তথা ভাওয়াল এবং নওয়াব এস্টেটের নামে নয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মুজিববর্ষ তথা ২০২০ সালের মধ্যেই চলমান সব জরিপ কাজ শেষ করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলমান জরিপের মধ্যে বর্তমানে ৩৭৮ টি মৌজার ডিজিটাল জরিপ এবং ৯৩৯১টি মৌজার ম্যানুয়াল জরিপ বাকি আছে। সবগুলো ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) মোঃ মাসুদ করিম-সহ জোনাল সেটেলমেন্ট অফিসার ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।