বাগভান্ডার আদর্শ পাঠাগারের একদশক পূর্তি উদযাপন

কুড়িগ্রাম : এসো সবাই বই পড়ি, জ্ঞানের আলোয় দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ভূরুঙ্গামারীর বাগভান্ডার আদর্শ পাঠাগারের একদশক পূর্তি উদযাপিত হয়েছে।

উদযাপন উপলক্ষে রোববার সকালে পাঠাগার থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রায় পাঠাগারের সদস্য সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। তাদের পদচারণায় পাঠাগারটি মিলন মেলায় পরিণত হয়। একদশক পূতি উপলক্ষে পাঠাগারটিকে বর্ণিল সজ্জায় সজ্জিত করা হয়। দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উৎসব ও পতাকা উত্তোলন, পাঠাগারের নবীন-প্রবীণ সদস্যদের স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজী, বিএডিসির সাবেক চীফ ইঞ্জিনিয়ার ইয়াছিন আলী সরকার, ভূরুঙ্গামারী ইউ’পি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, পাঠাগার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

পাঠাগার সভাপতি পশির উদ্দিন আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। একদশক পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন ফজলুল হক সরকার। তরুন প্রজন্মকে বই পড়ার মধ্য দিয়েই মাদকাসক্তি থেকে দুরে রাখতে ২০০৯ সালে পাঠাগারটি স্থাপিত হয়।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *