বান্দরবান ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা
বান্দরবান : বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগের বিরুদ্ধে ৩০লাখ টাকার চেক প্রতারণার মামলা দায়ের করেছে তাঁরই কমিটির উপ-গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবিরুল আমিন আদনান। মঙ্গলবার (১০মার্চ) দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানের আদালতে হাজির হয়ে মামলা দায়ের করেন আদনান। আদালত বাদীর অভিযোগ আমনে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। সমনে আগামী ২০মার্চ আসামীকে স্বশরীরে উপস্থিত থাকতেও বলা হয়েছে।
সিআর ৫৭/২০ মামলার বাদী জেলা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবিরুল আমিন আদনান পার্টনারশীপ ব্যবসায়িক প্রয়োজনে জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগকে ৩০ লাখ টাকা প্রদানের কথা উল্লেখ করেন। যার বন্ড হিসাবে কাউছার বাদীকে ইসলামী ব্যাংকের ৩০ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু বাদী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য গেলে গত ১২ ফেব্রুয়ারি চেকটি প্রত্যাখাত হয়। এর পর বাদী ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগকে বিষয়টি জানালে সে পরে টাকা দিবে বলে সময়ক্ষেপন করতে থাকেন। এরপর বাদী তাকে উকিল নোটিশ পাঠালে সে তারও জবাব দেয়নি।
পরে মঙ্গলবার (১০ মার্চ) আদালতে মামলা দায়ের করে। এ বিষয়ে মামলার বাদী আদনান জানান, ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ পার্টনারশিপ ব্যবসার কারণে আমার কাছ থেকে ৬মাস আগে ৩০লাখ টাকা নেয়। আমি টাকা চাইলে সে শুধু সময় নেয় কিন্তু টাকা দেয় না। তাকে অনেকবার বলেছি সে তোয়াক্কা করে নি। আইনি নোটিশ পাঠিয়েছি সেটারও জবাব দেয়নি। তাই আদালতে মামলা দায়ের করেছি।
জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা একটা ভূল বুঝাবুঝি। আমি তার সাথে বসে সমাধান করব এবং সমাধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, আবিরুল আমিন আদনান গত বছরে অনুষ্ঠিত শহর ছাত্রলীগের নির্বাচনে সভাপতি প্রার্থী ছিল।