অভাবে লোকলজ্জা : নীরবে খাদ্য সহায়তা দেবে সিএমপি
আসিফ ইকবাল, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী
চট্টগ্রাম : করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগমকে নিরুৎসাহিত করতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অনেকটা স্থবির। এই দৃশ্যের বাহিরে সমাজের অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার অর্থকষ্টে ভোগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের বিষয়টি চিন্তা করে সাহায্য নিতে সঙ্কোচবোধ করেন। ফলে তারা ধার-কর্জ করে জীবন চালায় বা মূল্যবান সম্পত্তি বিক্রি করে। লোকলজ্জার ভয়ে তারা এই দুর্দশা কাউকে বলতেও পারেন না। তাদের এই আত্মসম্মানবোধকে সম্মান প্রদর্শন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহযোগিতার হাত প্রসারিত করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
মাহাবুবর রহমান জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় -দুঃস্হ মানুষদের সাহায্যের পাশাপাশি এবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় সিএমপি। রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা যেহেতু ঘরে অবস্থান করছেন তাদের দুর্দশা দুর করতে সিএমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানের এই কার্যক্রম তারই উপহার স্বরূপ ।
সিএমপি কমিশনার জানান, এক্ষেত্রে তাদের আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে (ছবি তুলবে না বা নাম ঠিকানা ও লিখে রাখবে না ) প্রেরণ করা হবে খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের সহযোগিতা গ্রহণ করার জন্য যোগাযোগের নাম্বার প্রকাশ করেছে সিএমপি। ২৪ ঘণ্টা এই নাম্বারগুলোতে ফোন করে যোগাযোগ করা যাবে।
সিএমপি হটলাইন: ০১৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০।
সিএমপি উত্তর বিভাগ:
চাঁদগাও থানা: ০১৭৬৯৬৯৫৬৬৯
পাঁচলাইশ থানা: ০১৭৬৯৬৯৫৬৭০
বায়েজিদ বোস্তামী থানা : ০১৭৬৯৬৯৫৬৬৮
খুলশী থানা : ০১৭৬৯৬৯৫৬৬৬
সিএমপি দক্ষিণ বিভাগ:
কোতোয়ালী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৫
বাকলিয়া থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৭
চকবাজার থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৯
সদরঘাট থানা:- ০১৭৬৯-৬৯৫৬৮০
সিএমপি পশ্চিম বিভাগ:
ডবলমুরিং থানা: ০১৭৬৯৬৯৫৬৭১
হালিশহর থানা: ০১৭৬৯৬৯৫৬৭৩
পাহাড়তলী থানা: ০১৭৬৯৬৯ ৫৬৭২
আকবরশাহ থানা: ০১৭৬৯৬৯৫৬৭৮
সিএমপি বন্দর বিভাগ:
বন্দর থানা-
০১৭৬৯০৫৮১৪৯, ০১৭৬৯৬৯৫৬৭৪
ইপিজেডথানা-
০১৭৬৯৬৯১১০৬
পতেঙ্গা থানা-
০১৭৬৯০৫৮১৫০
কর্ণফুলী থানা-
০১৭৬৯০৫৮১৫১
মৈত্রী/ এএ