বাসায় থাকুন; বাজার পৌঁছে দিবে বান্দরবান পুলিশ

ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী

বান্দরবান :ইকমার্স আর এফ কমার্সের জগতে বাসায় বসে কাঙ্খিত পণ্য পাওয়া এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এক্ষেত্রে ডেলিভারি চার্জ যুক্ত হলেও ক্রেতার সময় এবং যাতায়াত খরচ বেচে যায় বলে ক্রেতার সংখ্যাও নেহায়েত কম নয়। কিছু কিছু অনলাইন ডেলিভারি চার্জ মওকুফ করেও পণ্য কেনার অফার দেন। করোনা ভাইরাসের প্রভাবে নাগরিকদের বাসায় থাকার উৎসাহ দিতে বান্দরবান পুলিশ দিচ্ছে ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা। নেই কোন অগ্রীম মূল্য পরিশোধের ঝামেলা। বাসায় বাজার বুঝে নিন। পণ্য বুঝিয়ে দিতে আসা মানুষটিকে পণ্য বুঝে পেয়ে পরিশোধ করুন মূল্য।

করোনা সংক্রমণ রোধে বান্দরবান সদর থানা এলাকার জনগণের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে অভিনব এই পদ্ধতি হাতে নিয়েছে বান্দরবান সদর থানা পুলিশ। ইতিপূর্বে চালু করা হটলাইন নাম্বারে ফোন দিলেই যেকোন নিত্যপণ্য এবং জরুরী ঔষধ সামগ্রী বাসায় পৌঁছে দেবে বান্দরবান পুলিশ। এমন তথ্য জানিয়ে বান্দরবান সদর থানা নামের ফেসবুক আইডি থেকে পোষ্ট দেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আমার থানা এলাকার কোন নাগরিক তার নিত্য প্রয়োজনীয় যে কোন জিনিসের জন্য থানার হটলাইন নাম্বারে ফোন দিলেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্রাদি আমরা পৌঁছে দিব। এ সেবা কার্যক্রমের জন্য ১৭ জন লোক নিয়োজিত রয়েছে। আমরা চাই থানা এলাকার যে কেউ তার নিত্য প্রয়োজনীয় জিনিস ও জরুরী ঔষধ জন্য আমাদের হটলাইনে ফোন করে সহযোগিতা নিক এবং জনগণ অবশ্যই বাসায় থাকাটা নিশ্চিত করবেন।

ডেলিভারি ম্যানের নিরাপত্তার বিষয়ে শহিদুর ইসলাম চৌধুরী বলেন, আমাদের ডেলিভারি ম্যানরা মাস্ক এবং গ্লভস পরে পণ্য সরবরাহ করবেন। সুতরাং তাদের স্বাস্থ্যগত নিরাপত্তার পাশাপাশি আমরা সাধারণ মানুষের ফরমায়েশ অনুসারে পণ্যও যেন নিরাপদে পৌঁছাতে পারি সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।

এই হটলাইন নাম্বারে (০১৭৩০৩৩৬১৬৬) ফোন দিলেই মিলবে আপনার কাঙ্খিত জরুরী সেবা।

 

মৈত্রী/ ওএফ/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *