লামায় একজনের মৃত্যু, তিন পরিবার লকডাউন

মৈত্রী ডেস্ক, দৈনিক সচিত্র মৈত্রী

বান্দরবান : পার্বত্য জনপদ বান্দরবান জেলার লামা উপজেলায় করোনার সম্ভাব্য লক্ষণ নিয়ে আমির হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে লামা পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে পূর্ব নয়াপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ নুর এর ছেলে।

জানা গেছে, নিহত আমির হোসেন পেশায় একজন দিনমজুর ছিলেন। গত এক সপ্তাহ ধরে সে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, গত ১ সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। মৃত্যুর পূর্বে তার স্বামীর বুক ব্যথা, ঘন ঘন বমি, গলা ব্যথা, জ্বর ও বুক ফুলে যাওয়ার মত লক্ষণ ছিল।
এদিকে এ ঘটনার পর নিহত আমির হোসেনের পরিবারসহ আশপাশের আরো তিনটি পরিবারের ১৭ জনের নমুনা করোনা আক্রান্ত কি না পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে এবং পরিবারগুলোকে লকডাউন করেছে প্রশাসন। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা কেউ বাড়ির বাইরে যেতে পারবে না।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না! তা নিশ্চিত হওয়ার জন্য আমরা নিহত ব্যক্তিসহ তার পরিবারের সবার নমুনাসহ পাশের তিনটি পরিবারের নমুনা সংগ্রহ করছি। যত দ্রুত সম্ভব তা পরীক্ষার জন্য পাঠানো হবে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের বাড়ির বাইরে আসা যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তারা বাড়িতেই থাকবে। রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তথ্যসুত্র : এন এ জাকির

মৈত্রী/ এএ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *