বান্দরবানে করোনামুক্ত হলেন তিনজন

ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী

বান্দরবান : করোনা ভাইরাসের প্রভাবে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যু সংখ্যা বাড়লেও বান্দরবানে করোনা পজেটিভ এমন তিন রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশ পুলিশের সদস্য। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটে তিনি চিকিৎসা নিয়েছেন। করোনা ভাইরাস পজেটিভ আসার পর বান্দরবান হাসপাতালে তিনি ১৬ দিন চিকিৎসাধীন ছিলেন।

আজ (০৮মে) ‍শুক্রবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালে করোনা মোকাবিলা করে সুস্থ হওয়াতে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বিদায় জানান। এসময় বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল এবং এমওসিএস ডা. আলমগীরসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চিকিৎসকদের বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, থানচিতে করোনা আক্রান্তপুলিশ এর সদস্য ২৪ এপ্রিল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এরপর থেকে টানা ১৬ দিন তাকে চিকিৎসা দেয়া হয়। দুই দফায় তার করোনা পরীক্ষা করা হয় এবং দুইবারই তার করোনা নেগেটিভ আসে। এছাড়াও হাসপাতালে থাকা আরো ৩ জনের ও করোনা নেগেটিভ আসে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আসা করোনা আক্রান্ত একজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। লামার করোনা আক্রান্ত ২ রোগীর দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। এ নিয়ে বান্দরবানে আক্রান্ত মোট ৯ জনের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকী ৬ জনের মধ্যে ৩ জনের দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ এসেছে। তারাও সুস্থ হওয়ার পথে।

সুস্থ হয়ে ওঠা পুলিশ সদস্য বলেন, করোনা আক্রান্ত হয়ে আমি ২২ এপ্রিল তারিখ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হই। সাধারণ যে লক্ষণগুলো থেকে করোনা ভাইরাস সংক্রমনের কারণ জানা যায় সে লক্ষণগুলো আমার মাঝে অনুভূত হওয়ার পরে আমি করোনা ভাইরাস শণাক্তের জন্য পরীক্ষা করি। পজেটিভ আসার পর আমি ভেঙ্গে পড়িনি। আমার সৃষ্টিকর্তার উপর ভরসা ছিল। আইসোলেশন সেন্টারে থাকাকালীন ডাক্তার এবং নার্সদের সেবা আমাকে দ্রুত সুস্থতা পেতে সহযোগিতা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি রোগীকে সর্বোচ্চ সেবা দেয়ার। আমাদের এই ইউনিটটি স্বয়ংস্বম্পূর্ণ নয়। তবে আমাদের কিছু ভালো এবং উদ্যমী কর্মী রয়েছেন। যারা উদয় অস্ত খেটে রোগীদের সেবা করে যাচ্ছেন। আমাদের সেবায় বান্দরবান সদরে আজ প্রথম করোনা রোগীরা সুস্থ হলেন। নিঃসন্দেহে এটি আমাদের জন্য সফলতা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, আমাদের পুলিশ সদস্য আজ করোনা মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সেজন্য আমরা আনন্দিত। রোগীদের অবশ্যই মনোবল রাখতে হবে। সবাইকে সামাজিক দুরত্ব এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী বিধি নিষেধ মেনে চলতে হবে। তাহলেই আমর আক্রান্তের সংখ্যা কমাতে পারবো এবং করোনা ভাইরাসের কঠিন সময়কে জয় করতে পারবো।

মৈত্রী/ ওএফ/ এএ

শেয়ার করুন: