কর্মহীনদের পাশে দাঁড়ালো বান্দরবান পৌর ছাত্রলীগ

ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী 

বান্দরবান: পার্বত্য অঞ্চল বান্দরবানে করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবান শহর ছাত্রলীগ। করোনাকালীন সময়ে শুরু করা মানবিক কার্যক্রমের অংশ হিসাবে আজ (১৭মে) রবিবার বিকেল ৪টায় পৌর এলাকার ক্যাচিংঘাটার ক্যাচিং কার্বারী পাড়ায় ৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনটির সভাপতি সামির শাকির খান ছিদ্দিকী তামিম ও সাধারণ সম্পাদক শামীম হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন ক্যাচিং কার্বারী পাড়ার পাড়ার প্রধান মেমং মার্মা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি প্রুসিং অং মার্মা, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লা আল আরমান প্রমুখ।

পৌর ছাত্রলীগের সভাপতি সামির শাকির খান ছিদ্দিকী তামিম জানান, করোনায় শুরুতে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনতা মূলক প্রচারণা চালাই। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করি। ইতোমধ্যে আমরা ৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দিতে পেরেছি। আজকেও আমরা ৫০ জনকে উপহার সামগ্রী দিয়েছি। আসন্ন ঈদুল ফিতরের মধ্যে আরো ২০০ জনকে উপহার পৌঁছে দেয়ার জন্য প্রস্তুতি রয়েছে। এ দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।

মৈত্রী/ এএ

শেয়ার করুন: