অসহায় মানুষদের ঈদ উপহার দিলো চৌহাট সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন
ঢাকা :করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমাজে অসহায়, দুস্থ, বিধবা এবং নিম্ন ও মধ্য-বিত্ত আয়ের মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ মুহুর্তে অনেকেই অভাবের যাতাকলে পিষ্ট হচ্ছে এবং কর্মহীন হয়ে পড়েছে। এ সকল মানুষের পাশে দাঁড়িয়েছে সদ্য প্রতিষ্ঠিত ধামরাই উপজেলার চৌহাট সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। এ সকল মানুষের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৮ মে খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বাড়ীতে পৌছে দেয়া হয়েছে। উল্লেখ্য, এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে ঈদে একটু ভালো খাবার খেতে পারে এমন চিন্তা থেকে তাদের সামান্য ঈদ উপহার দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, সামান্য সহায়তার মাধ্যমে মানুষের মুখে যে হাসি দেখেছি এতে আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে এবং আমরা আত্বতৃপ্তি অনুভব করছি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে মানুষ গ্রামে লক ডাউন মেনে চলার চেষ্টা করছে। মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর কারণে এ সংগঠনকে অনেকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে চেয়ারম্যান-জনাব এস এম রেজাউল আলম শামিম এই সারিতে অন্যতম।
উল্লেখ্য যে, গত ১৫ইমে ২০২০ ইং তারিখ সংগঠনের পক্ষ থেকে চৌহাট দারুল উলম কওমী মাদ্রাসার এতিম ছাত্র ও এলাকার মুরুব্বীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।
যারা আর্থিকভাবে এবং পরামর্শ ও শ্রম দিয়ে এ প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি-হাজী মোঃ আলম হোসেন, সহ সভাপতি-হোসাইন মোেহোম্মদ জাকির (সোহাগ) এবং সাধারন সম্পাদক সাইফুর রহমান (সুমন)। সোস্যাল মিডিয়া থেকে আর্থিক সহয়োগিতায় সাড়া দেওয়ায় তাদের সবাইকে তারা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মাঠ পর্যায়ে সংগঠনটির যাবতীয় কার্যক্রম সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাংগঠনিক সম্পাদক জুয়েল আল মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আরেফিন আসিফ এবং কার্যকরী সদস্য মোহাম্মাদ হাবিব।
সংগঠন এর পক্ষ থেকে ভবিষ্যতে অনেক কল্যাণমুখী কাজে নিয়োজিত হওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং পবিত্র ঈদ উল আযহার পূর্বে দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করা হবে। তাই কোন সুহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অত্র সংগঠনকে মানব সেবার জন্য আর্থিকভাবে সহায়তা করতে ইচ্ছা পোষণ করেন তাহলে নিম্নে বর্নিত বিকাশ হিসাব নং এ অর্থ প্রেরণ করতে পারবেন।
বিকাশ হিসাব নং: ০১৭১৭০৩৯২৮২, ০১৭৪৫৭৮৭৮৭২, ০১৭২০৯৮১৪২৮, ০১৭৫৭৬৫৬৬৭৩
মৈত্রী/ এএ