ভূরুঙ্গামারীতে একতা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে “একতা ফাউন্ডেশন”র উদ্যোগে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির ৩য় কর্ম দিবসে পাগলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আম ও মেহগনির চারা রোপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাকির হোসেন, সভাপতি মো. মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, উপদেষ্টা মো. সরকার ফিরোজ আহমেদ, ডাঃ আবু ইউসুফ, মানিক মিয়া, মজনু মিয়া, সাইফুর রহমান খন্দকার আলপ্তগীন (স্বপন) প্রমূখ।
তিন মাস ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ একর্মসূচি অব্যাহত থাকবে। সংগঠনটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন সমাজসেবা ও জনকল্যাণমুখী কর্মসূচি পালন করে আসছে।
মৈত্রী/এফকেএ/এএ