বান্দরবান পৌরসভাকে রোড রোলার হস্তান্তর ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
মোহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত রোড রোলার গাড়ী বান্দরবান পৌরসভাকে হস্তান্তর, ও পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য সমাজ সেবক কাজল কান্তি দাশ কর্তৃক করোনাভাইরাস রোগ প্রতিরোধে ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণু নাশক পানি ছিটানো ও ডেঙ্গু মশা নিধনে মশক নিধন স্প্রে, পরিস্কার পরিছন্নতা অভিযান কার্যক্রম এবং বান্দরবান রেডক্রিসেন্ট কর্তৃক ট্রাফিক মোড়ে বড় পর্দার এলইডি টিভির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,।
শুক্রবার সন্ধ্যায় বান্দরবান মুক্ত মঞ্চের সামনে এর আয়োজন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বাবু কাজল কান্তি দাশ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বাবু অমল কান্তি দাশ, শামসুল ইসলাম, আবুল কালাম মুন্না সহ পৌরসভার প্রতিটি ওয়ার্ড এর পুরুষ ও মহিলা কাউন্সিলর গণ, বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য গণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম এর উন্নয়নের জন্য সব খুব আন্তরিক। পার্বত্য মন্ত্রী আরো বলেন, বান্দরবান একটি পর্যটন নগরী, এই শহর কে পরিষ্কার-পরিছন্ন রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব, বান্দরবান পৌরসভা’র পাশা-পাশি আপনারা নিজ উদ্যোগে প্রতিটি ওয়ার্ড এর কমিশনার এর পরামর্শ ক্রমে প্রতিনিয়ত পরিষ্কার পরিছন্নতা অভিযান চলমান রাখবেন। আশা করি আমাদের সকলের প্রচেষ্টায় করোনাভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে অনেকটা ভূমিকা রাখতে পারবো এই প্রত্যাশা করি।
মৈত্রী/এফকেএ/এএ