বান্দরবানে যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রশিদ আহামদ, নিজস্ব প্রতিবেদক

বান্দরবান : ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে বান্দরবান সদর উপজেলার ইউনিয়নের যুবলীগ কর্মী মং ছিংউ মারমাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

আজ ২ আগস্ট বুধবার সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে যুব লীগের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইসলাম বেবি, স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী সহ সকল অঙ্গসংগঠন।

বিক্ষোভ মিছিলে অতিথিরা বলেন, সম্প্রীতির বান্দরবানকে যারা নিশংস হত্যাকাণ্ডের এর মাধ্যমে অশান্ত করে তুলছে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। তারা নির্দিষ্ট লক্ষ প্রণয়ন করে আওয়ামী সংগঠনের সকল নেতৃবৃন্দকে একে একে হত্যা করছে । কিন্তু এ হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। তাই বিক্ষোভ মিছিলে উপস্থিত সকল জনসাধারণ ও নেতৃবৃন্দ বলেন যারা এ হত্যাকাণ্ড, গুম, রাহাজানি চালিয়ে বান্দরবানের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তির মাধ্যমে বান্দরবানের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: