বান্দরবানে যৌথ অভিযানে ১৩৭.৬৯ঘনফুট অবৈধ কাঠ আটক

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান : থানচি উপজেলা সদরে থানছি রেঞ্জ কর্মকর্তা ও সেকদু রেঞ্জ কর্মকর্তা এবং ৩৮ বিজিবি থানচি বাজার ক্যাম্প কমান্ডার ও বিজিবি সদস্যদের সহযোগিতায় যৌথ অভিযানে গত২২অক্টোবর থানচি সদরে সাঙ্গু নদীতে যৌথ টহল কালিন সময়ে থানচি বড় ব্রিজের নিচে নদীর র্পূব পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় অবৈধ বনজদ্রব্য গর্জন রদ্দা কাঠ ৪৫টুকরা= ১৩৭.৬৯ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা। কাঠের মালিকানা না পাওয়ায় অজ্ঞাত মামলা দায়ের করা হয়েছে।

যৌথ অভিযানে পরিচালনা করেন থানচি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন সরকার, সেকদু রেঞ্জ কর্মকর্তা আব্দুল জাব্বার, ৩৮বিজিবি থানচি বাজার ক্যাম্প কমান্ডার হাবিলদার মো: ফরিদ উদ্দীনসহ বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।

থানচি রেঞ্জ ও সেকদু রেঞ্জ কার্মকর্তা জানান, আমাদের স্যারের নির্দেশে আমরা অবৈধ গর্জন কাঠ জব্দ করেছি,আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: