কৃষকলীগ বান্দরবান পৌর শাখা ৭নং ওয়ার্ড এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান : কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান পৌর শাখা ৭নং ওয়ার্ড এর আয়োজনে কর্মী সমাবেশ-২০২০ ৩রা নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আর্মি পাড়া বঙ্গবন্ধু স্মৃতি সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু লক্ষিপদ দাশ। বাংলাদেশ কৃষকলীগ বান্দরবান পৌর শাখা ৭নং ওয়ার্ড এর সভাপতি মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বাবু মং হ্নে চিং মারমা, বান্দরবান পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ বান্দরবান পৌর শাখার বাবু মিলন, বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা কৃষকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক গাব্রিয়েল ত্রিপুরা, বান্দরবান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল আলম বাবু, সাংবাদিক মোহাম্মদ আলী, জেলা কৃষকলীগের ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারি, ৭নং ওর্য়াড আওয়ামীলীগ এর সভাপতি মো: সিদ্দিকুর রহমান, হারুন গাজী, বান্দরবান জেলা কৃষকলীগ এর ১নং সদস্য শাহ আলম বয়াতী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি ইউসুফ শিকদার, কৃষকলীগ এর মো: জলিল, জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ কালু, মো: সাইফুল, রুহুল আমিন, ৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: সুফিয়ান, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ এর সভাপতি মো: কামরুল ইসলাম, ১নং সদস্য মো: ফিরোজ সহ কৃষক লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষকলীগের সভাপতি ও সাধরণ সম্পাদক বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশক্রমে ও বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন ক্যশৈহ্লা পরামর্শে বাংলাদেশ কৃষকলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে আমাদের কৃষকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কর্মী সমাবেশের মাধ্যমে আমরা কৃষকলীগ কে আরো সুসজ্জিত ও আরো শক্তিশালী করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এই প্রত্যাশা সকলের।
মৈত্রী/এফকেএ/এএ