বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা শাখার উদ্যোগে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭নভেম্বর শনিবার বিকেলে বিএনপির অস্থায়ী কার্যলয়ে এর আয়োজন করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাবেক সাংসদ সাচিং প্রু জেরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মুজিবুর রশিদ, সাবেক জেলা পরিষদ সদস্য রাজপুত্র নু শৈ প্রু , বান্দরবান জেলা স্বেচাসেবক দলের বিপ্লবী নেতা মোঃ জাহাঙ্গীর আলম,জাতীয়তাবদী মহিলা দলের নেত্রী নীলা, বান্দরবান পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, বিএনপি নেতা রুশু, যুব নেতা মোঃ সোহেল, জেলা সেচ্ছাসেবক দলের মোঃ হাবিবুর রহমান ভূইয়া,যুবদল নেতা উমর ফারুক রাশেদ, জেলা যুবদলের সভাপতি মো: হারুন উর রশিদ, জেলা যুবলের সাধারণ সম্পাদক শিমুল দাশ, মুসলিম উদ্দীন, সহ বিএনপি’র অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নেতা-কর্মীদের উদ্যোশ্যে বলেন, আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,এই দিবস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরো গতিশীল আনতে হবে। সামনে পৌর নির্বাচন এই নির্বাচনকে সামনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। বর্তমান সরকার দেশে সন্ত্রাস, নৈরাজ্য, খুন, গুম, নিরহ জনগনকে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমান কঠিন সময় অতিবাহিত করছে, দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই, বর্তমান অবৈধ সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি কওে যাচ্ছে, এর জবাব দেওয়ার সময় এসেছে, তাই এই কর্মী সম্মেলনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, আগামী নির্বাচনে আমাদেরকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: