বান্দরবান জেলা আওয়ামীলীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটি উন্মোচন

মোহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান : নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্মেলের এক বছর পর বান্দরবান জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৭টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় হোটেল ভেনাস রির্সোট হলরুমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ৭৫ সদস্য বিশিষ্ট এই নবগঠিত কার্যনির্বাহী কমিটির উন্মোচন করা হয়।

এসময় নবগঠিত কার্যনির্বহী কমিটি উন্মোচন অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উল্লেখ্য , গত বছরের ২৫ নভেম্বর ২০১৯ তারিখে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ও সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ।

পরে নানান জটিলতা ও কিছুটা করোনা সংকট কাটিয়ে প্রায় এক বছর পর ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয় এবং এই কমিটিতে জেলার সাতটি উপজেলার নবীন ও প্রবীণের সমন্বয় করে এবং মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়।

৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি পদে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সিনিয়র সহসভাপতিরা হলেন- আলহাজ মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, মংঙোয়ে প্রু চৌধুরী, একেএম জাহাঙ্গীর, মংক্যচিং চৌধুরী, সত্যহা পানজি ত্রিপুরা, কাজল কান্তি দাশ, রাংলাই ম্রো, দিপ্তী কুমার বড়ুয়া, উজ্জল কান্তি দাশ, মাহাবুবুর রহমান (মুক্তিযোদ্ধা)।

সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাস, হ্লাথোয়াই হ্রী ।

এছাড়াও অ্যাডভোকেট মোঃ ইকবাল করিম (আইন বিষয়ক), দীলিপ বড়ুয়া (কৃষি বিষয়ক), প্রশান্ত বড়ুয়া (তথ্য ও গবেষনা), কাঞ্চন জয় তঞ্চগ্যা (ত্রাণ ও সমাজ কল্যাণ), অনিল কান্তি দাশ (দপ্তর সম্পাদক), নাজমুল হাসান ভুইঁয়া (ধর্ম বিষয়ক), সাদেক হোসেন চৌধুরী (প্রচার ও প্রকাশনা), হাবিবুর রহমান (বন ও পরিবেশ), মং এ মংছো (বিজ্ঞান ও প্রযুক্তি), সানজিদা আক্তার (মহিলা বিষয়ক), সাধান চন্দ্র দাশ (মুক্তিযোদ্ধা বিষয়ক), মংহ্নৈচিং (যুব ও ক্রীড়া বিষয়ক), মোঃ খলিলুর রহমান (শিক্ষা ও মানব বিষয়ক), সুব্রত দাশ ঝন্টু (শিল্প ও বাণিজ্য), ফিলিপ ত্রিপুরা (শ্রম বিষয়ক), সিংইয়ং ম্রো (সাংস্কৃতিক বিষয়ক), ডাঃ একে আইচ (স্বাস্থ্য ও জনসংখ্যা)। সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, উপ-প্রচার সম্পাদক কেলুমং এবং কোষাধ্যক্ষ পদে মাহাবুবুর রহমানসহ জেলা কমিটিতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’সহ ৩৬ জনকে সদস্য এবং ১ জন জাতীয় পরিষদের সদস্য হিসেবে রেখে এই জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: