লামা পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র কে মনোনয়নের দাবীতে সাংবাদ সম্মেলন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মতামত না নিয়ে এক তরফাভাবে জনবিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং যোগ্য প্রার্থী সাবেক মেয়র আমির হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবীতে জরুরী সংবাদ সম্মেলন করেছেন বান্দরবানের লামা উপজেলাসহ পৌরসভা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দিনগত রাতে লামা বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, পৌর মহিলা দলের সভাপতি শারাবান তহুরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেনসহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, আমির হোসেন ১৯৮২ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবদী দলের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ১৯৯২ সাল থেকে লামা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ২০০৯ সাল থেকে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছেন। এ কারণে ২০১১ সালে পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। বর্তমানেও তার ব্যাপক জন সমর্থন রয়েছে। তাই আসন্ন পৌরসভা নির্বাচনেও তৃণমূল পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের মতামতের ভিত্তিতে পূণরায় আমির হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের জন্য চুড়ান্তভাবে সিদ্ধান্ত দেয়া হয়। অথচ তৃণমূল পর্যায়ের সিদ্ধান্তকে উপেক্ষা করে বান্দরবান জেলা বিএনপির কথিত নেতাকর্মীর প্ররোচনায় জনবিচ্ছিন্ন মো. শাহীনকে মনোনয়ন দেন কেন্দ্রীয় কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মো. শাহীনকে মনোনয়ন দেওয়া হলে দলের কোন নেতাকর্মী তার পক্ষে কাজ করবেন না, বরং গণহারে পদত্যাগ করবেন নেতাকর্মীরা। বিধায় তিনি নির্বাচনে হেরে যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। তাই কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তদের সিদ্ধান্ত পরিবর্তন করে সাবেক সফল মেয়র ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: