মুজিব বর্ষ ও বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি : আইডিএফ পিকেএসএফ কৈশোর কর্মসূচি আওতায় বান্দরবান ক্লাস্টারে মুজিব বর্ষ ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাস্টারের বারোটি ক্লাবের একশত ষাট জন কিশোর-কিশোরী উপস্থিত ছিল। সকল অংশগ্রহণকারিদের ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে হামদ ও নাত প্রতিযোগিতা, নৃত্য, গান, কবিতা আবৃত্তি, অভিনয় এবং কৌতুক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই সাথে কিশোর ও কিশোরীদের আলাদা দুটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ক্লাবের কিশোর কিশোরীদের দ্বারা তৈরি দেওয়াল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। অনুষ্ঠানের অংশ হিসেবে বিনামূল্যে ওজন, ঊচ্চতা ও রক্তের প্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট পরিচালক মং নু চিং, বান্দরবান আইডিএফ জোনাল ম্যনেজার মোহাম্মদ শহিদুল্লাহ, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্মৃতি কণা দে, তসলিম রেজভী, এরিয়া ম্যনেজার, বান্দরবান এরিয়া, আইডিএফ ও মোঃ রফিকুল ইসলাম শাখা ব্যবস্থাপক বালাঘাটা শাখা, আইডিএফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দিন আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর, আইডিএফ, চট্টগ্রাম। আইডিএফ কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার আসমা ছাদেকা সাবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিএফ ডিএফ কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার খাজা গোলাম সামদানী ও প্রোগ্রাম অফিসার রমিতা তঞ্চগ্যা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ শফি আলম, প্রোগ্রাম অফিসার (কৈশোর কর্মসূচি) আইডিএফ, বান্দরবান। পরিষেশে সভাপতি আইডিএফ এর কৈশোর কর্মসূচির কাজের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকলে আবারো ধন্যবাদ জানিয়ে বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: