বান্দরবানে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনু্ষ্ঠিত

মোহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে জেলা পরিষদের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ২৭ডিসেম্বর রবিবার সকাল সাড়ে১১টায় বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, সদস্য ফাতেমা পারুল, বান্দরবানের ৭ উপজেলা পরিষদের চেয়ারম্যানগন,
সহ জেলা পরিষদের ন্যস্তকৃত বিভিন্ন বিভাগের প্রায় ৯০জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য তিন জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বান্দরবান জেলায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, সহ সকল বিভাগের সমন্নয়ে জেলায় উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে বান্দরবান কেরানীহাট সড়ক (কেবি) সড়কের বর্ধিত উন্নয়ন কাজ আরো দ্রুত সময়ে শেষ করে জনগের দুর্ভোগ কমানোর আহ্বান জানান।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: