বান্দরবান পৌরসভায় মেয়র পদে ৫জনসহ ৫০প্রার্থীর মনোনয়ন জমা

ওমর ফারুক, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৫০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (১৭ জানুয়ারী) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। নির্ধারিত তারিখের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি থেকে মো. শাহজাহান, সতন্ত্র প্রার্থী হিসেবে মো. নাছির উদ্দীন এবং বিধান লালা।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বান্দরবান পৌরসভায় মেয়র পদে ৫জন সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১নম্বর ওয়ার্ডে ৫জন, ২নম্বর ওয়ার্ডে ৩জন, ৩নম্বর ওয়ার্ডে ২জন, ৪নম্বর ওয়ার্ডে ৮জন, ৫নম্বর ওয়ার্ডে ২জন, ৬নম্বর ওয়ার্ডে ৩জন, ৭নম্বর ওয়ার্ডে ৬জন, ৮নম্বর ওয়ার্ডে ৩জন,এবং ৯নম্বর ওয়ার্ডে ৬জন।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর-১ (১,২,৩ নং ওয়ার্ড) ২জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর-২ (৪,৫,৬ নং ওয়ার্ড) ২জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৩ (৭,৮,৯ নং ওয়ার্ড) পদে ৩জন মহিলা প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৯জানুয়ারী যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬জানুয়ারী।। নির্বাচন কমিশন ঘোষিত ১৪ফেব্রুয়ারী তৃতীয় দফায় বান্দরবান পৌরসভা নির্বাচনে ২৯হাজার ৭২৯জন ভোটার প্রথম বারের মত ইভিএম এ ভোটাধিকার প্রয়োগ করবেন। বান্দরবান পৌর এলাকায় পুরুষ ভোটারের সংখ্যা ১৬হাজার ৬০৯জন ও ১৩হাজার ১২০জন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: