বান্দরবান পৌরসভা নির্বাচনে ৪৭প্রার্থী বৈধঃ বাতিল হল ৩কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন

ওমর ফারুক, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : পৌরসভা নির্বাচনে ৪৭প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম। মঙ্গলবার (১৯ জানুয়ারী) যাচাই বাছাই এর নির্ধারিত তারিখে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মেয়র পদের পাঁচ কাউন্সিলর যাচাই-বাছাই এ পার হতে পারলেও আটকে যায় ৩কাউন্সিলরের ভাগ্য।

ঋণ খেলাপীর কারণে মনোনয়ন বাতিল হয়েছে ৩প্রার্থীর। তাঁরা হলেন, ১নং ওয়ার্ডের সুকুমার শীল, মো. আবুল কালাম এবং ৯নং ওয়ার্ডের মো. আরিফুল ইসলাম চৌধুরীর। তাঁরা জেলা প্রশাসক বরাবরে আপিলের জন্য ৩দিনের সময় পাবেন। ঋণ সমন্বয় কিংবা পরিশোধ করে আপিলের রায়ে ভাগ্য নির্বারণ হবে এ তিন প্রার্থীর।

বান্দরবান রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য নয়টি ওয়ার্ডে ৫ মেয়র প্রার্থী, ৩৫ জন সাধারণ কাউন্সিল ও ৭জন সংরক্ষিত আসনের প্রার্থী রয়েছে। আগামী ১৪ফেব্রুয়ারী ৩য় দফায় বান্দরবান পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী (নৌকা), জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা (ধানের শীষ), মোহাম্মদ শাহজাহান (লাঙ্গল), পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত মোহাম্মদ নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।  ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৩৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: