লামায় ৩১ জানুয়ারী থেকে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকা প্রদান শুরু
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে বান্দরবান জেলায় ব্যাপক হারে কুকুরকে টিকাদান কার্যক্রম ২০২১ এর আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহবাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ। এতে ডা. মোহাম্মদ রোবীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সাংবাদিক মো. ফরিদ উদ্দিন ও মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জলাতঙ্ক নির্মূলে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের কো-অর্ডিনেটর মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, রেভিস নামক ভাইরাস বহনকারী কুকুরের কামড়ের ফলে জলাতঙ্ক রোগ হয়। তাই ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে কর্মসূচী হাতে নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে এক যোগে ৩১ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত ৩৫টি টিমের মাধ্যমে কুকুরকে টিকা প্রদান করা হবে। ইতিমধ্যে স্ফার্টসহ ১৪৮জনবলও নিয়োগ দেয়া হয়েছে। এ কর্মসূচীর আওতায় মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে ২৯ জানুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাইক্রো প্লানিং সভা ও ৩০ জানুয়ারী এসএস প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।
মৈত্রী/এফকেএ/এএ