মেলায় পাওয়া যাচ্ছে মাহাদী সেকেন্দার এর গল্পগ্রন্থ ‘প্রেয়সী’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে মো. সাঈদ মাহাদী সেকেন্দার এর প্রথম গল্পগ্রন্থ ‘ প্রেয়সী’। বইটি প্রকাশ করছে বাবুই প্রকাশনী। প্রিতম পিতু এর প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। অমর একুশে গ্রন্থ মেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাবুই প্রকাশনীর স্টল নং ৯৭-৯৮ তে পাওয়া যাচ্ছে গল্পগ্রন্থ ‘প্রেয়সী’

প্রকাশক মোরশেদ আলম হৃদয় বলেন, ‘প্রেয়সী’ গল্পগ্রন্থ কতগুলো গল্পের সমাহার। জীবনের গল্প, হাসি-কান্নার গল্প, প্রেম ও প্রকৃতির গল্প । এসব গল্পজুড়ে জীবনের বিস্তার। আশা করি গল্পগুলো পাঠকের হৃদয়কে নাড়া দেবে।

বইটি সম্পর্কে লেখক সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, ‘বইটিতে মোট এগারোটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো পুরোনো-নতুন মিলিয়ে। দু-চারটি গল্প গণমাধ্যমে প্রকাশিত হলেও বেশিরভাগই অপ্রকাশিত।অধিকাংশ গল্প মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পড়াকালীন সময়ে লেখা। প্রেম,সামাজিক অবস্থা এবং প্রকৃতি গুরুত্ব পেয়েছে প্রতিটি গল্পে। ‘

সাঈদ মাহাদী সেকেন্দার একাধারে লেখক, প্রাবন্ধিক, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও দৈনিক অধিকার এর ফিচার সম্পাদক হিসেবে কাজ করছেন। লেখক হিসেবে পরিচিতির পাশাপাশি বিতর্ক,অভিনয়,উপস্থাপনা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে তার সক্রিয় পদচারণা রয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে লেখকের কলাম,ছোটগল্প, কবিতা,ফিচার সহ বিভিন্ন বিষয়ে প্রায় দু’শতাধিক লেখা প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন: