লামায় বিষপানে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আত্মহত্যা
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : জেলার লামা উপজেলায় বিষপান করে ক্যচিং মার্মা (৪৮) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট মার্মা পাড়ায় এ ঘটনা ঘটে। ক্যচিং মার্মা ইয়াংছা ছোট পাড়ার বাসিন্দা চহ্লা অং মার্মার ছেলে ও ৪ সন্তানের জনক। পুলিশ বলছে পারিবারিক কলহের জের ধরে ক্যাচিং মার্মা আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার বিষয়ে ভিন্নমত স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশের মধ্যে।
বিষপানে আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুছিং মার্মা জানায়, দীর্ঘদিন ধরে ক্যচিং মার্মা পেট ব্যাথা রোগে ভূগছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে আবারো পেট ব্যাথা ওঠে; এক পর্যায়ে ব্যাথা সইতে না পেরে বিষপান করেন ক্যচিং মার্মা। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ক্যচিং মার্মাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরে ক্যাচিং মার্মা বিষপান করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
মৈত্রী/এফকেএ/এএ