লামায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : ‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালন করা হয়েছে। এমপিডিএস এবং সক্ষমতা প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, মৎস্য কর্মকর্তা মো, মকসুদ হোসেন, সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র লিড়ার খোকন কান্তি বিশ্বাস ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ অতিথি ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় আলোচনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল। সরকার দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে দুর্যোগে প্রাণহানি নামিয়ে আনতে সক্ষম হয়েছে।” তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচি প্রণয়নের পথিকৃৎ। বঙ্গবন্ধুর দেখানো পথেই বর্তমান সরকার দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকসই কর্মসূচি বাস্তবায়ন করছে। দুর্যোগকালীন সময় সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের সকল বিধি নিষেধ মেনে চলারও আহবান জানান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন।
মৈত্রী/এফকেএ/এএ