ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম : ভুরুঙ্গামারীতে অটোরিক্সা চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজারের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে। নিহত গৃহবধুর নাম মাহফুজা খাতুন (১৮)। তিনি ওই গ্রামের মাইদুল ইসলাম বাবুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে অটোরিক্সা চালক বাবুর স্ত্রী মাহফুজা খাতুন প্রতিদিনের ন্যায় অটোরিক্সা পরিস্কার করার জন্য চার্জারের লাইন খুলতে গেলে অসাবধানতাবশত মেইন সুইচের ভিতরে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: