লামায় ‘সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার’ বিষয়ক সেমিনার ও গাছের চারা বিতরণ
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : জেলার লামা উপজেলায় ‘সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব শীলেরতুয়া নয়াপাড়ায় মঙ্গলবার দুপুরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র এগ্রো ইকোলজি প্রকল্প-২ এর উদ্যোগে সেমিনারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা উসুইথোয়াই মার্মা, প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার, ব্র্যাকের স্বাস্থ্য কর্মী শারমিন আক্তার আলোচক ছিলেন।
সেমিনারে সরকারি সেবা সমূহ সম্পর্কে জনগনকে অবিহিত এবং সেবা গ্রহনে উদ্ভুদ্ধ করনের পাশাপাশি যাতে জনগন সহজে সেবা গ্রহন করতে পারে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আলোচকরা। পরে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য সংরক্ষনে জনগনকে সচেতনতা তৈরি করার লক্ষ্যে অনুষ্ঠিত ‘লাউদাতো সি ক্যাম্পেইন’ শেষে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন আলোচকরা।
এ সময় হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংহ চাকমা, এগ্রো ইকোলজি প্রকল্পের প্রকল্পের মাঠ সহায়ক প্রিয়াংকা ত্রিপুরা ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিথ ছিলেন।
মৈত্রী/এফকেএ/এএ