শেখ হাসিনা স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়নও করেন: পার্বত্য মন্ত্রী
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়নও করেন। এ ধারাবাহিকতায় আধুনিক বান্দরবান বির্নিমাণে সকল উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী। তাই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল দিকে এগিয়ে যাচ্ছে পার্বত্য জেলা বান্দরবান।
শনিবার দুপরে জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে শীলেরতুয়া ব্রীজ ও শিলের তুয়া বৌদ্ধ বিহার সহ শ্বশানের সীমানা প্রাচীর উদ্বোধনের পর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনা সদস্য হারুন অর রশীদ, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারুল, উপজেলা প্রকৌশলী মাহফুজুল হক প্রমুখ অতিথি ছিলেন।
এরপর উপজেলার দূর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, শুভ উদ্বোধন সহ স্থানীয়দের মাঝে সোলার প্যানেল সিস্টেম বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মৈত্রী/এফকেএ/এএ