ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবু মুসা, ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রাম : জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় “উই বিলিভ ইন একুরেসি” এই স্লোগানে একদল তরুন উদ্যমী সাংবাদিক এর সংগঠন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় ও জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় ও জরুরী আলোচনা সভা শুরু হয়।
ঈদের শুভেচ্ছা বিনিময় করে বিভিন্ন দিক নির্দেশনা ও গঠন মূলক আলোচনা এবং কোভিড-১৯ করোনা ভাইরাস দেশে নতুন করে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় নিজেদের পাশাপাশি জনসাধারণেকে সচেতন করার বিষয়ে আলোচনা করেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক কাজল।
এ সময় তিনি বলেন, ভূরুঙ্গামারীর মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আশেপাশে ঘটে যাওয়া ঘটনা ও সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সব সময় সহযোগিতা করবেন। আমরা যেনো দেশবাসীর কাছে সঠিক সময়ে তুলে ধরতে পারি। গণমাধ্যমে মানুষের কল্যাণে যথাযথ ভূমিকা পালনে এগিয়ে আসতে পারি।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, সহ-সভাপতি ডাঃ খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিক্ষক আসাদুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ মন্ডল, দপ্তর সম্পাদক আবু মুসা, সদস্য মেজবাহুল আলম, ফজলুল করিম আশিক ও কামরুল ইসলাম রাসেল প্রমুখ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদ বাবু। তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গণমাধ্যম কর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনকে আরো গতিশীল করার আহ্বান জানান।
পরিশেষে ইউনিটির সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সু স্বাস্থ্য কামনা করে ও দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করেন।
মৈত্রী/এফকেএ/এএ