লামায় ম্রো জনগোষ্ঠির উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেছেন, বান্দরবান জেলার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মধ্যে সবচেয়ে বেশী পিঁছিয়ে রয়েছে ম্রো জনগোষ্ঠীরা। তাই অগ্রাধিকার ভিত্তিতে পিঁছিয়ে পড়া ওইসব ম্রো জনগোষ্ঠির সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে জেলার লামা পৌরসভা এলাকা ম্রো কমপ্লেক্সের তিন তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। এ সময় আলীকদম সেনাবাহিনীর নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল সাব্বির হাসান ও বিদায়ী জোন কমান্ডার লে. কর্ণেল মনজুরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রফিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ম্রো কমপ্লেক্সটির ৩ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রায় কোটি টাকা ব্যয়ে কমপ্লেক্সের নীচ তলায় থাকবে হলরুম, দ্বিতীয় তলায় ছাত্রদের জন্য আবাসিক ও ৩য় তলায় ডায়নিং ব্যবস্থা।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: