বান্দরবানে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৩

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান : থানচি আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিমুল (২৮) নামে এক সৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। ১৬ আগস্ট মঙ্গলবার বিকালে ৪টার দিকে আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে।

থানচি পুলিশ জানায়, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জীপটি আলীকদম থেকে থানচি আসছিল। ২৮ কিলো নামক স্থানে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। সৈনিক শিমুল ঘটনাস্থলে মারা যান। আহতরা হলেন জীপের চালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে।

থানচি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের হেলিকপ্টারে করে সম্মিলিত চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: