পাটগ্রামে সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি: বিএমএসএস এর নিন্দা ও প্রতিবাদ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট : দৈনিক ভোরের কাগজ ও দৈনিক যুগের আলোর লালমনিরহাট পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজকে মোবাইল ফোনে প্রাণে মারার হুমকি দিয়েছে একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আমির হোসেন।

গতকাল শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯ টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমির হোসেন ৬ নম্বর ওয়ার্ডের জহুরুল হকের নাম্বার থেকে ফোন করে হঠাৎই জবাই করার হুমকি প্রদান করে।

এ ঘটনায় সাইফুল ইসলাম সবুজ জানান, এসময় আমি এলাকায় অবস্থান করি। ওই সময় অচেনা এক নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় যেতে বলে এক আসামির ছবি তোলার জন্য। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের উপস্থিতি থাকায় আমি যেতে অপরাগতা প্রকাশ করলে আমাকে নানা ধরনের খারাপ ভাষায় গালাগালের এক পর্যায় জবাই করার হুমকি দেয়।

জানা যায়, মোবাইল ফোন ব্যবহারকারীর নাম্বারটি ছিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাংরির ছেলে জহুরুল হকের আর তার নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকিদাতা হলেন ৫ নম্বর ওয়ার্ডের আইজউদ্দিনের ছেলে আমির হোসেন।

এবিষয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে করলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, আমির হোসেন ও জহুরুল হকের বিরুদ্ধে মাদক ও চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: