লামায় ‘পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক কর্মশালা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ বীর বাহাদুর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রুসপীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিনু মার্মা প্রমুখ অতিথি ছিলেন।

এতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। উপজেলার বিভিন্ন ধর্মীয় গুরু, হেডম্যান, ছাত্র ছাত্রী, সরকারী বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবির মানুষ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

এ সময় অংশ গ্রহণকারীদের নিয়ে গঠিত দলগুলো পাহাড় কাটা, পাথর উত্তোলন, অপরিকল্পিত বনায়ন, ইটখোলায় লাকড়ীর ব্যবহার, তামাক চাষ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, পলিথিন ও প্লাস্টিক ব্যবহার, যত্রতত্রে মল মূত্র ত্যাগ, ফিটনেস বিহীন গাড়ির ধোঁয়া, মৃত জীব জন্তু যত্রতত্র ফেলা পরিবেশ দূষণের কারণ হিসেবে তুলে ধরেন।

পরে পরিবেশ রক্ষায় প্রথমে জন সচেতনতা সৃষ্টি সহ উপরোক্তা কারণগুলো পরিহার আবশ্যক বলে মন্তব্য করেন দলগুলো।

মৈত্রী/এফকেএ/এএ

শেয়ার করুন: