বান্দরবানে কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরির প্রশিক্ষণ শুরু
কৌশিক দাশ, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান : কলা গাছের সুতা থেকে বহুমুখী পণ্য তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে। (বৃহস্পতিবার) সকালে বান্দরবানের আইসিডিডিআরবি’র সম্মেলন কক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর আয়োজনে বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহযোগীতায় ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি লালছানি লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, পৌরসভার মহিলা কাউন্সিলর এমেচিং সহ বিভিন্ন নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, কলা গাছ থেকে সুতা উৎপাদন পদ্ধতি নতুন, এই পদ্ধতি সফল করতে সকলের সহযোগীতা প্রয়োজন। জেলা প্রশাসক আরো বলেন, বিশেষ করে এই পদ্ধতি সফল করতে নারী উদ্যোক্তারা এগিয়ে আসলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আর এতে পার্বত্য জেলা বান্দরবানের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
আয়োজকেরা জানান, ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন আর আগামী ২৯ আগস্ট প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।
মৈত্রী/এফকেএ/এএ